
ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহে সিও সংস্থা ও এনআরবিসি ব্যাংকের যৌথ উদ্যোগে এতিম ও দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার দিনব্যাপী জেলার বিভিন্ন এলাকায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও তার সহধর্মিনী শ্যামলী রাণী নাথ, জেলা পরিষদ সচিব রেজাই রাফিন সরকার ও তার সহধর্মিনী শাহরিনা সরকার শান্তা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, ও তার সহধর্মিনী রোজী আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো. রবিউল ইসলাম, ও তার সহধর্মিনী সালমা খানম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বদরুদ্দোজা শুভ, সহকারী কমিশনার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত ও তার সহধর্মিনী রিজওয়ানা হিমি, সিও সংস্থার নির্বাহী পরিচালক মোঃ সামছুল আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ও এনআরবিসি ব্যাংকের কর্মকর্তাসহ বিভিন্ন সরকারী কর্মকর্তাবৃন্দ। সেসময় এতিম ও দুঃস্থ শীতার্তদের মাঝে প্রায় ১ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়।