
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
করোনার কারণে সারাদেশের ন্যায় ঝিনাইদহেও বিপাকে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও হতদরিদ্র পরিবারের সদস্যরা।
এই হতদরিদ্র মানুষের মুখে খাবার তুলে দিতে রাতে বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন। রোববার রাত ৯ টা থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত শহরের চাকলাপাড়া, মহিষাকুন্ডু ও পাগলা কানাই এলাকায় ৩ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জেলা প্রশাসনের দেওয়া চাল, ডাল, তেল, লবণ, সাবান ও নগদ ১’শ টাকা পেয়ে খুশি হতদরিদ্র মানুষগুলো। খাদ্য সামগ্রী বিতরণের সময় স্থানীয় সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, এনডিসি খায়রুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।