
ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ জেলা বিএনপির আয়োজনে তারেক রহমানের ৫৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা বিএনপি কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেসময় জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আব্দুল মজিদ বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক অ্যাড. এস. এম. মশিয়ুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. এম এ মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আক্তারুজ্জামান, জাহিদুজ্জামান মনা, অ্যাড. কামাল আজাদ পান্নু। অন্যান্যের মধ্যে ছিলেন জেলা বিএনপির সদস্য আলমঙ্গীর হোসেন, আসিফ ইকবাল মাখন প্রমুখ। এসময় বক্তারা তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।