— হোমনায় আইনশৃঙ্খলা সভায় সেলিমা আহমাদ মেরী এমপি
![](https://crimepatrol24.com/wp-content/uploads/2019/01/Law-and-Order-Meeting-Homna-Comilla-23-01-2019-1024x590.jpg)
শফিকুল ইসলাম পলাশ, হোমনা
জুয়া ও মাদকের ক্ষেত্রে কোনো ছাড় নয় বললেন- কুমিল্লা -০২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী। তিনি বলেন, জুয়া আর মাদকের কারণে একটি পরিবার, সমাজ ও গোটা দেশও ধবংস হয়ে যেতে পারে। কুমিল্লার হোমনায় আজ বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপদেষ্টা হিসেবে সভায় প্রথম যোগদান করে তিনি এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলীর সভাপতিত্বে বক্তারা সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক বিষয় তুলে ধরেন।
সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী উপজেলার অপরাধপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে সেসব জায়গায় আইনশৃঙ্খলাবাহিনীর তৎপরতা বাড়ানোর ওপর জোর দেন। তিনি উপজেলার উন্নয়নমূলক সকল কর্মকান্ডে মিডিয়া কর্মীদের সহযোগিতা চেয়েছেন।