
ক্রাইম পেট্রোল ডেস্ক : জামালপুর সদর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক রাশেদুজ্জামান নওশাদের বিরুদ্ধে এক নারী নকল নবিসকে যৌন হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত নারী নকল নবীস আফসানা তাহের, রাশেদুজ্জামান নওশাদসহ তার দুই জন সহযোগীর বিরুদ্ধে যৌন হয়রানি ও অনৈতিকভাবে টাকা দাবি করায় জামালপুর সদর থানায় ১৩ জানুয়ারি সোমবার একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। জিডি নং- ৫৬৮ । জিডি সূত্রে জানা যায়, একটি দলিল লেখা নিয়ে আফসানা তাহেরকে রাশেদুজ্জামান নওশাদ তাকে নানাভাবে যৌন হয়রানিসহ ভয় ভীতি প্রদর্শন করে আসছেন। রাশেদুজ্জামান নওশাদ জামালপুর সদর থানার পৌরসভার পাথালিয়া গ্রামের আব্দুল হালিমের ছেলে। এছাড়া অন্য একটি সূত্রে জানা যায় রাশেদুজ্জামান নওশাদ ইতোপূর্বে জামালপুর জেলা জজ আদালতে কর্মরত একজন ব্যক্তিকে মারপিটের কারণে জেল খেটেছেন। দলিল লেখক নওশাদের এরূপ কর্মকাণ্ডে নকল নবিস আফসানা তাহের ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। সূত্রে আরও জানা যায়, নওশাদের অন্যতম সহযোগী হারুন , জামালপুর সদর থানার কাস্টসিংগা গ্রামের ইছাহাক আলীর ছেলে ও অপর এক সহযোগী আব্দুল জলিল ( রিক্সা চালক) পিতা-অজ্ঞাত, মেলান্দহ থানার বেইলি ব্রিজ বানিপাকুরিয়া এলাকার বাসিন্দা। তারা অনৈতিকভাবে নকল নবিস আফসানার নিকট টাকা দাবি করে আসছেন। এতে আফসানা তাহের মানসিকভাবে ভীত সন্ত্রস্ত ও তিনি তার ওপর এসিড নিক্ষেপসহ জান মালের ক্ষতির আশঙ্কা করছেন। তিনি এই বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের নিকট সুবিচার কামনা করেন।