জামালপুর প্রতিনিধি :
জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে নতুন কমিটিতে আঞ্জুমনোয়ারা বেগম হেনাকে সভাপতি এবং হাসিনা আকাশকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ২৬ অক্টোবর শহরের বকুলতলায় জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে জেলা মহিলা আওয়ামী লীগের এই ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সাফিয়া খাতুন জেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি। জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক রাশেদা ফারুকীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী ডা. আলহাজ্ব মো. মুরাদ হাসান এমপি, জামালপুর সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন, সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আলহাজ্ব মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরী ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মাহমুদা বেগম , কেন্দ্রীয় কমিটির সদস্য ও জামালপুর জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সাবিনা ইয়াসমিনসহ প্রমুখ।