
আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:
৩০ জুন, মঙ্গবার ২০২০ জামালপুরের আরও ১৪ জন সদর কোভিড-১৯ করোনা ভাইরাসে সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে জামালপুর সদরে ১, ইসলামপুরে ১, সরিষাবাড়ীতে ৭, বকশীগঞ্জে ১, মেলান্দহে ১, মাদারগঞ্জে ১, দেওয়ানগঞ্জে ২জন। জামালপুর জেলা স্বাস্থ্য প্রশাসন এ খবর নিশ্চিত করেছেন। উল্লেখ্য যে, জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের ল্যাবে ৮৯ টি নমুনা পরীক্ষায় ২ জন শনাক্ত এবং ময়মনসিংহে ল্যাবে ৪৯ টি নমুনা পরীক্ষায় ১২ জন শনাক্ত হয়েছে। অদ্য মোট নমুনা পরীক্ষা ১৩৮ টি।সর্বমোট সংক্রমণ শনাক্ত ৫৬৬ জন।এর মধ্যে সদর ২০২, মেলান্দহ ৭৮, মাদারগঞ্জ ৪০, ইসলামপুর ১০৪, সরিষাবাড়ী ৫৩, দেওয়ানগঞ্জ ৩৬, বকশীগঞ্জ ৫৩জন। আজ সুস্থ হয়েছেন ৪ জন, সর্বমোট সুস্থ ২৩৮ জন।সর্বমোট মৃত্যু ৯ জন (চিকিৎসাধীন ৫ জন – দেওয়ানগঞ্জ ১, মেলান্দহ ২, সরিষাবাড়ী ১ ও মাদারগঞ্জ ১, মৃতের নমুনায় ৪ জন – ইসলামপুর ২, মেলান্দহ ১, বকশীগঞ্জ ১)।মোট রেফার্ড ৬ জন। সর্বশেষ নমুনা সংগ্রহ ১৪২ টি, মোট নমুনা সংগ্রহ ৬৩৪৬ টি।