
আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম : জামালপুরে শেখ হাসিনা মেডিকেল কলেজ শিক্ষার্থীরা তাদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য কলেজ ক্যাম্পাসে এক মানববন্ধন ও ক্লাস বর্জন কর্মসূচি পালন করেছে। ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে জামালপুর জেনারেল হাসপাতাল সংলগ্ন অস্থায়ী মেডিকেল কলেজ ক্যাম্পাসে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।মানববন্ধন কর্মসূচির পাশাপাশি শিক্ষার্থীবৃন্দের পক্ষে মাহমুদুল হাসান মিঠুন স্বাক্ষরিত তাদের সমস্যা সমাধানের জন্য জামালপুর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রাদান করেন। এসময় তারা তাদের ক্লাসরুম সংকট, পর্যাপ্ত লোকবলের অভাব, ছাত্রাবাসের নিম্নমান ও মানবেতর জীবনযাপনের কথা ব্যক্ত করেন। তারা ১৫ কর্মদিবসের মধ্যে সকল শিক্ষার্থীদের স্থায়ী ক্যাম্পাসের হস্টেলে স্থানান্তরের দাবি জানান। এছাড়া ২০ কর্মদিবসের মধ্যে খেলার মাঠ, লাইব্রেরি, কমনরুম, ক্যান্টিনসহ হস্টেলের সকল সুযোগ- সুবিধা প্রদানের দাবি জানান।