আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:
নতুন করে কঠোর লকডাউনে ৫ জুলাই সোমবার জামালপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। করোনায় স্বাস্হ্যবিধি মেনে চলতে ও সরকারের বিধিনিষেধ অমান্য করায় এলএও এন্ড আরডিসি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা বেগম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জামালপুর জেলা সদরের নান্দিনা বাজারে তিনটি মামলায় বিভিন্ন প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন। এ ছাড়াও তিনি এ সময় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও জনসাধারণকে স্বাস্হ্যবিধি মেনে চলতে সচেতন করেন।