এ.এস.এম সা’-আদাত উল করীম :
জামালপুর থেকে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে অজ্ঞাত পরিচয় (৩৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে জামালপুর জিআরপি থানার পুলিশ।
জিআরপি থানার ওসি তাপস চন্দ্র পণ্ডিত জানিয়েছেন, ১৭ নভেম্বর রবিবার রাত ৭টায় শহরের ফুলবাড়িয়া পশ্চিম রেলক্রসিং পার হবার সময় অগ্নিবীণা ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় রেলে কাটা পড়ে মারা যান অজ্ঞাত পরিচয় এক যুবক। নিহতের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। তার লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় রিপোর্ট করা সময় পর্যন্ত জানা যায় নি।