
আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:
২৯ জুন ২০২০ জামালপুরের সর্বশেষ প্রতিবেদনে আরও ৯ জন (সদর ২, ইসলামপুর ২, সরিষাবাড়ী ১, বকশীগঞ্জ ৪) কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। উল্লেখ্য যে, ময়মনসিংহে শনাক্ত ১ জন জামালপুর সদরে স্থায়ী নিবাস হওয়ায় তাকে জামালপুর রিপোর্টে সংযোজন করা হয়েছে এবং বকশীগঞ্জ উপজেলার ১ জন মৃত নমুনায় পজিটিভ হয়েছে। সর্বমোট সংক্রমণ শনাক্ত ৫৫২ জন।এর মধ্যে জামালপুর সদর উপজেলায় ২০১, মেলান্দহ ৭৭, মাদারগঞ্জ ৩৯, ইসলামপুর ১০৩, সরিষাবাড়ী ৪৬, দেওয়ানগঞ্জ ৩৪, বকশীগঞ্জ ৫২জন।সর্বশেষ সুস্থ ৮ জন, সর্বমোট সুস্থ ২৩৪ জন।সর্বশেষ মৃত্যু ১ (বকশীগঞ্জ – মৃত নমুনা), সর্বমোট মৃত্যু ৯ জন (চিকিৎসাধীন ৫ জন – দেওয়ানগঞ্জ ১, মেলান্দহ ২, সরিষাবাড়ী ১ ও মাদারগঞ্জ ১, মৃতের নমুনায় ৪ জন – ইসলামপুর ২, মেলান্দহ ১, বকশীগঞ্জ ১)।মোট রেফার্ড ৬ জন। সর্বশেষ নমুনা সংগ্রহ ৯৬ টি, মোট নমুনা সংগ্রহ ৬২০৪ টি।সর্বশেষ জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষা ৯১ টি।সর্বশেষ ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাবে জামালপুরের নমুনা পরীক্ষা ৫ টি।সর্বশেষ মোট নমুনা পরীক্ষা ৯৬ টি।বর্তমানে হাসপাতাল আইসোলেশনে চিকিৎসাধীন ২৪, ছাড়পত্র ১৫০।বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ২৯০, ছাড়পত্র ৭০।মোট হোম কোয়ারান্টাইন ১৭১৫, মোট ছাড়পত্র ১৫২৩, বর্তমানে মোট অবস্থান ১৯২।