জামালপুর প্রতিনিধি: জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে মেলান্দহ থানার গোবিন্দপুর নাংলা এলাকার সফিকুল ইসলাম এর বসত বাড়ি থেকে সফিকুলসহ তিন জনকে ১হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল ইসলাম খান গণমাধ্যমকে জানান ,পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই/ তিন জন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। আটককৃত মাদক বিক্রেতাসহ পলাতকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে জামালপুর জেলা বিজ্ঞ আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।