আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম।।
জাতীয় কবিতা পরিষদ জামালপুর এর বার্ষিক সাধারণ সভা ও বুলেটিন প্রকাশনা উৎসব এবং পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।
জাতীয় কবিতা পরিষদ জামালপুর জেলার আহ্বায়ক কবি মাহবুব বারী এর সভাপতিত্বে ১৩ জানুয়ারি সোমবার জামালপুর জেনারেল হাসপাতাল এর সহকারী পরিচালক এর কার্যালয়ের সভা কক্ষে বার্ষিক সাধারণ সভা ও বুলেটিন প্রকাশনা উৎসব এবং ২১ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।
কবি প্রফেসর ডক্টর মুজাহিদ বিল্লাহ ফারুকী সভাপতি ও কবি ডাক্তার তারিকুল ইসলাম রনি ( তারিক মেহের) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠানে বক্তবে কবিরা বলেন, জাতীয় কবিতা পরিষদ কবিদের মিলন মেলার একটি ঠিকানা। যেখানে পারস্পরিক ভাব বিনিময়ের একটি অন্যতম স্হান। এছাড়া কবিদের কবিতা পাঠ, লেখার গুণগত মান উন্নয়নেরও একটি অনন্য মাধ্যমও হয়ে উঠেছে। কবিরা প্রতি মাসে অন্তত একবার হলেও কমিটির কার্যক্রম ও সকলের সাথে দেখা সাক্ষাতের তাগিদ অনুভব করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় কবিতা পরিষদ জামালপুর এর সাবেক সাধারণ সম্পাদক কবি তারিকুল ফেরদৌস, কবি রজব বকশী,কবি শেখ ফজল, কবি আলী জহির, কবি মনোয়ার হোসেন মুরাদ,কবি মুজাহিদ বিল্লাহ ফারুকী, কবি তারিক মেহের,কবি ফারজানা ইসলাম, কবি মাহবুব বারী, কবি কায়েদ -উয- জামান, কবি ধ্রুবজ্যোতি ঘোষ মুকুল, কবি মিনহাজ উদ্দীন শপথ, কবি মাসুম মোকাররম, কবি হৃদয় লোহানী, কবি অনন্য সাহা, কবি ফররোখ আহমেদ,কবি শাহ খায়রুল বাশার,কবি আরিফুর রহমান,কবি ফারুক আহমেদ, কবি আরিফুল ইসলাম,কবি আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম, কবি আদরিতা জান্নাত রিজুসহ আরও অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাচিকশিল্পী জাকিরুল হক মিন্টু ও আবৃতি প্রশিক্ষক অনন্যা সাহা।