
নীলফামারী প্রতিনিধি॥“আসুন, জাতীয় উন্নয়নের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় আন্তজার্তিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সোমবার(৯ডিসেম্বর) সকালে পৌরশহরের জিরোপয়েন্ট মোড়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজাউদ্দৌলার সভাপতিত্বে এসময় বক্তব্য দেন শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিল্লাদুর রহমান চৌধুরী মিরু, সাধারণ সম্পাদক জমশেদ আলী, শিক্ষক আমিনুর রহমান, রোকনুজ্জামান চৌধুরী, সাবেক প্রধান শিক্ষক নহর আলী, বাংলাদেশ স্কাউটস জলঢাকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মর্তুজা ইসলাম, তথ্য আপা কর্মকর্তা মাসুদা বেগম, প্রধান শিক্ষক রমানাথ রায় প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক শাখাওয়াত হোসেন। এসময় বক্তারা আগামী প্রজন্মকে সঠিক পথে চালিত করতে দুর্নীতিবিরোধী কার্যক্রম আরো জোরদার করার আহবান জানান।