
মো.আলী হোসেন খান: সুনামগঞ্জের জগন্নাথপুর করোনা পরিস্থিতির কারণে প্রায় অচল হয়ে পড়েছে। সারা দেশের মতো জগন্নাথপুরে সুনসান নিরবতা বিরাজ করছে। প্রাণচাঞ্চল্য জগন্নাথপুর এখন প্রায় জনশুন্য অবস্থায় রয়েছে। সরকারি নির্দেশনার কারণে মানুষ ঘর থেকে বের হতে পারছে না। নেই কোন কর্ম। গৃহবন্দি মানুষরা কর্মহীন হয়ে পড়েছেন। যদিও করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন দিনরাত কাজ করে যাচ্ছেন। সরকারি ও বেসরকারিভাবে সাধ্যমতো প্রদান করা হচ্ছে ত্রাণ সামগ্রী। বেশির ভাগ এসব ত্রাণ সামগ্রী পাচ্ছেন নিম্ন আয়ের দিনমজুর গরীব মানুষরা। কমবেশি সরকার ও মানুষের সাহায্য পেয়ে গরীব মানুষরা কোন রকমে জীবিকা নির্বাহ করলেও মহা বিপাকে পড়েছেন মধ্যবিত্ত পরিবারের লোকজন ,তাদের পাশে কেউ নেই। তারা কারো কাছে সাহায্য চাইতে পারছেন না, আবার সইতে পারছেন না। এর মধ্যে অনেকে প্রবাসী পরিবারও রয়েছেন। যাদের সংসার চলতো প্রবাসী স্বজনের টাকায়। করোনার কারণে বৈদেশিক মুদ্রা না আসায় তারা বিপাকে আছেন। এদিকে-ধনীরা সব সময়ের মতো এখনো বিলাসবহুল জীবন-যাপন করছেন। তাদের কোন সমস্যা নেই। গরীবদের সরকার ও মানুষ সাহায্য করছেন। শুধু মধ্য বিত্তরাই পড়েছেন মহা বিপাকে বলে মধ্যবিত্ত পরিবারের একাধিক মানুষ জানিয়েছেন।