
মোঃ আলী হোসেন খাঁন, জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে বেড়িবাঁধের কাজে প্রকল্পের সভাপতি সালেহ আহমদ এর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, জগন্নাথপুর উপজেলাধীন ৬ নং রাণীগঞ্জ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে অবস্থিত বাগময়না গ্রামের মোঃ মুশিব মিয়ার বাড়ী থেকে মো. তেরাব মিয়া মেম্বারের বাড়ী পর্যন্ত একটি বেড়িবাঁধ প্রকল্পের কাজ চলমান রয়েছে। টেকসই উন্নয়নের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বদ্ধপরিকর বিধায় উক্ত বেড়িবাঁধের জন্য অর্থ বরাদ্দ দানপূর্বক নীতিমালা প্রদান করা হয়েছে। কিন্তু যে বা যারারা কাজটি সম্পাদন করছে তারা নীতিমালার তোয়াক্কা না করে বেড়িবাঁধের গোঁড়া থেকে মাটি উত্তোলন করে বাঁধ নির্মাণ করছে। বাঁধের ওপরের অংশে মুখপাত ১২ ফুট হওয়ার কথা থাকলেও তা বাস্তবায়িত হচ্ছে না।
প্রকল্পের সভাপতি সালেহ আহমদ এর সাথে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তার ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম বলেন. কাজে কোনো অনিয়ম হলে এক টাকাও পাবেনা প্রকল্পের সভাপতি এবং এই প্রকল্প বাতিল করা হবে।