মো.আলী হোসেন খান :
সুনামগঞ্জের জগন্নাথপুরে ইব্রাহিম আলী (১৭) নামের আরেক তরুণ করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের পাঠকুড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। তাকে নিজ বাড়ির আইসোলেশনে রাখা হয়েছে। এ ঘটনায় তার বাড়িসহ সহ ৮টি বাড়িকে করা হয়েছে লকডাউন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুদন ধর বলেন, করোনায় আক্রান্ত ইব্রাহিম আলী গত ১৭ এপ্রিল ঢাকা থেকে নিজ বাড়িতে আসেন। ২১ এপ্রিল তার নমুনা সংগ্রহ করা হয়। ২৪ এপ্রিল তিনি করোনা রোগী হিসেবে শনাক্ত হয়েছেন।
এ নিয়ে মোট ২ জন করোনা রোগী হিসেবে শনাক্ত হয়েছেন। করোনার উপসর্গ নিয়ে গ্রাম পুলিশের মৃত্যু হয়েছে। ২৫ এপ্রিল শনিবার পর্যন্ত ৮৬ জনের নমুনা সংগ্রহ করা হলেও কোন ফলাফল আসেনি।