মোঃ আলী হোসেন খাঁন : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান মোঃ আরশ মিয়াকে বরখাস্ত করা হয়েছে। অনিয়ম ও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিদেশ গমণ করার অভিযোগে গত ২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমদ চৌধুরী চেয়ারম্যান আরশ মিয়াকে সাময়িক বরখাস্ত করেন। ১১ ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে পত্র আসলেও ১৬ ফেব্রুয়ারি রোববার জগন্নাথপুরে এ খবর ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনার ঝড় উঠে।
বরখাস্তের সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম।
এ ব্যাপারে চেয়ারম্যান আরশ মিয়া বলেন, ঘটনা শুনেছি। তবে এখনো কোনো পত্র পাইনি।