
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমার চিলাহাটিতে নিয়াজ মোর্শেদের উদ্যোগে দুঃস্থ, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩১ডিসেম্বর) সকাল ৯টায় নিজ ভোগডাবুড়ী সরকারপাড়া ড. মুহাম্মদ কাফীলুদ্দীন সরকার আল-মদিনা জামিয়া দ্বীনিয়া কমপ্লেক্স মাঠে অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক সমাধান যাত্রার পরিচালক নিয়াজ মোর্শেদ। এ সময় ভোগডাবুড়ী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের অসহায় ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে ৫ শতাধিক কম্বল বিতরণ করা হয়।
সংগঠনের পরিচালক নিয়াজ মোর্শেদ জানান, উত্তর অঞ্চলের সীমান্তবর্তী এলাকা, পাশে ভারতের হিমালয় পাহাড়ঘেরা এই অঞ্চলে শীতের প্রভাব বেশি। উক্ত সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি ইতোমধ্যে চিলাহাটি ক্লিনিকপাড়া চৌরাস্তা জামে মসজিদের ওজুখানা নির্মাণ, চিলাহাটি ফাজিল মাদ্রাসায় শিক্ষার্থীদের জন্য পানির পাম্প ও ট্যাংকি প্রদান, মাদ্রাসার শতাধিক অসহায় ও এতিম শিশুর মাঝে পায়জামা- পাঞ্জাবী প্রদান করা হয়েছে। সমস্যার দিকে না তাকিয়ে সমাজ উন্নয়নে সকল বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।