
পাবনা প্রতিনিধি >>
আজ ১৮ সেপ্টেম্বর ২০১৯ বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পাবনার চাটমোহর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি, সন্ত্রাস প্রতিরোধ এবং জঙ্গিবাদ নির্মূল কমিটির মাসিক যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সরকার অসীম কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন- ওসি (তদন্ত) মো: শরিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: এস. কে. এম. শুয়াইবুর রহমান, পৌর প্যানেল মেয়র মো: নাজিমুদ্দিন মিয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক খন্দকার মাহবুব এলাহী বিশু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মগরেব আলী, চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সভাপতি সাংবাদিক কে. এম. বেলাল হোসেন স্বপন, চলনবিল পত্রিকা সম্পাদক রকিবুর রহমান টুকুন, দৈনিক আমাদের বড়াল পত্রিকা সম্পাদক হেলালুর রহমান জুয়েল, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ চাটমোহর উপজেলা সভাপতি শ্রী জয়দেব কুন্ডু, বিলচলন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলতাব হোসেন, বয়েন উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম প্রমুখ।
আলোচনায় পৌর শহরকে যানজট মুক্তকরণ, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিয়ে বন্ধ, ভিআইপি হর্ণের যথেচ্ছা ব্যবহার, ডাকবাংলো রোডকে মুক্তকরণ, হাসপাতাল চত্ত্বরকে যানজট মুক্তকরণ, উপজেলা ও পৌর শহরের বিভিন্নস্থানে সড়কে অবৈধ চাঁদা আদায় বন্ধকরণ, অমৃতকুন্ডা হাটকে যানজট মুক্তকরণ, হাসপাতালে চিকিৎসক দ্বারা রোগীদের সাথে দুর্ব্যবহার ইত্যাদি স্থান পায়।
সভায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণসহ কমিটির অপর সদস্যগণ উপস্থিত ছিলেন। উপস্থিত সদস্যগণ, চাটমোহর উপজেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন।