জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ কক্সবাজারের চকরিয়ার সাব-রেজিস্ট্রার অফিসের ঘুষ লেনদেনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক এর) হানা।এতে ঘুষ লেনদেনের ৬ লক্ষ ৪২ হাজার ১শত টাকা ও সাব রেজিস্ট্রার,অফিস মোহরারসহ ২জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে রাত ২টা ৪৫ মিনি পর্যন্ত দুদক অভিযানটি চালিয়েছে। উক্ত অভিযানটি সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২–এর সহকারী পরিচালক রিয়াজ উদ্দিনের নেতৃত্বে পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তার হলেন চকরিয়ার সাব রেজিস্ট্রার মোঃনাহিদুজ্জামান (৩১) নাটোরের গুরুদাসপুর উপজেলার উত্তর নাড়িবাড়ি এলাকার বাসিন্দা আর অফিস মোহরার দুর্জয় কান্তি পাল (৩৮) কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের বাসিন্দা।কিন্তু অভিযানের শুরুতে ছাদের উপর দিয়ে পালিয়েছেন প্রধান অফিস সহকারী শ্যামল বড়ুয়া।
দুদক সূত্রে জানা গেছে,অভিযোগের ভিত্তিতে দুদকের একটি দল গোপনে চকরিয়া সাব রেজিস্ট্রার অফিসে ছদ্মবেশে পর্যবেক্ষণ করেন।এতে ঘুষ লেনদেনের অভিযোগটির সত্যতা পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে অভিযান শুরু করেন।
দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২–এর সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন গণমাধ্যম কর্মীদেরকে বলেন, চকরিয়ার সাব রেজিস্ট্রার অফিসে অভিযান চালিয়ে ৬ লাখ ৪২ হাজার ১শত টাকা জব্দ করা হয়। জব্দ শেষে সাব রেজিস্ট্রারসহ এক মোহরারকে আটক করা হয়েছে। তিনি আরো জানান,সাব-রেজিস্ট্রার নাহিদুজ্জামানের ড্রয়ার থেকে ১ লাখ ৯২ হাজার ৫৫০ টাকা, অফিস মোহরার দুর্জয় কান্তি পালের ড্রয়ার থেকে ১ লাখ ৬০ হাজার টাকা ও শ্যামল বড়ুয়ার ড্রয়ার থেকে ২ লাখ ৮৯ হাজার ৫৫০ টাকা পাওয়া যায়। তবে তারা এ সমস্ত টাকার কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।এমসয় ৩টি ড্রয়ার থেকে হাতের লেখা ৪১টি স্লিপ পাওয়া গেলে তা জব্দ করি।এতে বুঝা যায়, বৃহস্পতিবার জমি রেজিস্ট্রির সময়ে এসব অবৈধ টাকার লেনদেন হয়েছে।আটকদেরকে বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।শুক্রবার তাদেরকে কক্সবাজারের স্পেশাল জর্জ আদালতে সোপর্দ করা হয়।