চকরিয়া(কক্সবাজার)প্রতিনিধিঃ কক্সবাজারের চকরিয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে ভস্মীভূত হল বসত ঘর।সেই ঘরে ঘুমের মধ্যে থাকা তিন ভাই-বোন অগ্নিদগ্ধ হয়ে মৃত্যূবরণ করে।সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার উপজেলার হারবাং ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের সাবানঘাটা গ্রামের জাকের হোসেন মিস্ত্রী ঘরে আগুন লেগে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিদগ্ধে নিহতরা হলেন, মো. জিহাদুল ইসলাম (১২), তার দুই ছোট বোন ফৌজিয়া জান্নাত মিম (১০) ও আফিয়া জান্নাত মিতু (৮)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হারবাং ইউনিয়নের চেয়ারম্যান মিরানুল ইসলাম বলেন,নিহত শিশুর মা কাজল আকতার আমাকে জানিয়েছেন।ঘটনার রাতে আমার অগ্নিদগ্ধে মারা যাওয়া তিন শিশু এক রুমে ছিল।আমি দুধের বাচ্চাটি নিয়ে অন্য রুমে ঘুমাচ্ছিলাম।তখন বাড়ীতে স্বামী ছিলনা।এমতাবস্হায় হঠাৎ পরিবারের অপরাপর সদস্যরা চিৎকার শুরু করে।তখন আমি ঘুম থেকে উঠে ঘরের বাইরে চলে যাই।পরে ঘরে চর্তুদিকে আগুন ছড়িয়ে পড়ায়,অন্য রুমে ঘুমে থাকা আমার তিন শিশুকে কেউ বাঁচাতে পারেনি ,কান্নার আহাজারিতে ভাসছে পরিবার। চেয়ারম্যান আরো জানান,আমার জীবনে এটি দুঃখজনক,বেদনাদায়ক ঘটনা।এক পরিবারে তিন শিশুর মৃত্যুর ঘটনায় পরিবারসহ পুরো এলাকাতে নেমেছে শোকের ছায়া।
চকরিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সাইফুল হাসান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার খবর পেয়ে আমাদের টিম সেখানে পাঠাই। কিন্তু ঘটনাস্থল দুর্গম এলাকায় হওয়াতে আমাদের গাড়ি সেখানে পৌঁছেনি। তবে আমাদের দমকল বাহিনী ও স্থানীয়রা প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।