চকরিয়া(কক্সবাজার)প্রতিনিধিঃ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে চকরিয়া উপজেলা প্রশাসেনর উদ্যোগে দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(৮ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১ টা পর্যন্ত উপজেলা প্রশাসনের”মোহনা” মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন,চকরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ প্রধান অতিথির বক্তব্য রাখেন,চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলম।বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী,মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি সহ মুক্তিযোদ্ধা,রাজনৈতিক নেতা সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ।
এতে বক্তারা বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের আজ ৯১তম শুভ জন্মদিন। ১৯৩০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালোরাতে তাকে জাতির পিতার হত্যাকারীদের হাতে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নির্মমভাবে হত্যা করেছিল ঘাতকরা। প্রেরণাদায়িনী মহীয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসার ৯১ তম জন্মদিনের উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ মাঠ পর্যায়ে দরিদ্র, অসহায় ও দুঃস্হ মহিলাদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সেলাই মেশিন বিতরণ করা হয়।