
চকরিয়া সংবাদদাতা : চকরিয়া পৌরসভার সম্মেলন কক্ষে বিশ্বব্যাংক ও এমজিএসপি প্রকল্পের প্রতিনিধি দলের সাথে চকরিয়া পৌরসভার বিভিন্ন উন্নয়ন বিষয় নিয়ে কথা বলছেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী। আজ সোমবার ৪ নভেম্বর এ বৈঠক অনুষ্ঠিত হয়। এই সময় উপস্হিত ছিলেন বিশ্বব্যাংকের ট্রাস্ট টিম লিডার কোবেনার, এমজিএসপি প্রকল্পের ডিপিডি মনজুর আলী,বিশ্বব্যাংকের ইঞ্জিনিয়ার শিয়াব,সামিরা, আখতারুজ্জামান, এমজিএসপি ইঞ্জিনিয়ার আশফাকুল জলিল,পৌর-সচিব মাসউদ মোরশেদ,প্যানেল মেয়র বশিরুল আইয়ুব ও পৌর-সভার ইঞ্জিনিয়ার মুজিবুল হক,মৃণাল কান্তি ধর,এমজিএসপি ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান সহ সকল কাউন্সিলর ও ঠিকাদার প্রমুখ।