
জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ কক্সবাজারের চকরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, বাস্তবায়নে ২০১৯-২০ অর্থবছরে রবি মৌসুমে ভুট্টা ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২৮ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ হলরুম ‘মোহনায়’ এ বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত হয়। ‘ চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুদ্দীন মোঃ শিবলী নোমানের সভাপতিত্বে কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার-১ চকরিয়া -পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চকরিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, পুরুষ ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু। এতে স্বাগত বক্তব্য রাখেন, কক্সবাজারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আতিক উল্লাহ ও চকরিয়ার কৃষি কর্মকর্তা এস এম নাসিম হোসেন । এ সময় জিএসপিভুক্ত কৃষকরা উপস্থিত ছিলেন ।