মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধিঃ
ঘোড়াঘাটে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৬ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।১ সেপ্টেম্বর রবিবার বিকেলে উপজেলার ৩নং সিড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি শাহ মোঃ শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহসভাপতি মোঃ মাহবুবুর রহমান চৌধুরী,উপজেলা বিএনপির সাধারণ সম্পদক মোঃ আবু সাঈদ মিয়া প্রমুখ। এ সময় উপজেলা বিএনপি, সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কতিপয় বিপথগামী সদস্যের হাতে তিনি নি’হত হন।
জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। তিনি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা।প্রতিবছর দিনটি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী হিসেবে পালন করে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন। এবার ১৫ দিনব্যাপী কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে রয়েছে আলোচনাসভা, পোস্টার ও বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন, জিয়ার কবরে ফুল দেওয়া, ফাতেহা পাঠ, দরিদ্রদের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর সেনাবাহিনী প্রধান হন জিয়াউর রহমান।১৯৭৭ সালের ২১ এপ্রিল তিনি বাংলাদেশের ষষ্ঠ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। জিয়াউর রহমানের জন্ম ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী থানার বাগবাড়ীর মাতুলালয়ে।