দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি,ময়মনসিংহঃ
ময়মনসিংহের গৌরীপুরে সোমবার (২৬ সেপ্টেম্বর /২০২২) দুপুরে পৌর পরিষদ মিলনায়তনে শারদীয় দুর্গোৎসব ২০২২ উদযাপন উপলক্ষে মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম।
পৌরসভার সহকারিী প্রকৌশলী মদন মোহন দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন- প্যানেল মেয়র নাজিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী মীর মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কর, গৌরীপুর সরকারি কলেজের প্রভাষক অমিত চন্দ্র, গৌরীপুর থানার এসআই নজরুল ইসলাম, আনসার-ভিডিপি কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান, কালীখলা মন্দির কমিটির সভাপতি অজিত চন্দ্র মোদক, ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি মোঃ ইউসুফ আলী প্রমুখ।