
ক্রাইম পেট্রোল ডেস্ক : গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ অভিযান চলিয়ে কিডনি ক্রয়- বিক্রয়ের সাথে জড়িত থাকার অভিযোগে আবদুর রহিম উদ্দিনকে (৩৭) আটক করেছে।
আটক আব্দুর রহিম শাখাহার ইউনিয়নের তেলিহার গ্রামের মৃত ছহির উদ্দিনের ছেলে।
স্থানীয সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে জয়পুরহাটের কালাই উপজেলা সংলগ্ন গোবিন্দগঞ্জের রাজাহার ও শাখাহার ইউনিযনের বিভিন্ন এলাকায় একটি দালাল চক্রের মাধ্যমে মোটা অঙ্কের টাকা দেয়ার প্রলোভন দেখিয়ে গ্রামের সহজ সরল ও নিরীহ মানুষের কাছ থেকে কিডনি বেচাকেনা করে আসছে।
এ সংক্রান্ত খবর বিভিন্ন পত্রিকায় প্রকাশ হওয়ার পর জেলা পুলিশ তৎপর হয়ে ওঠে। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার বিকালে অভিযান চালিয়ে আবদুর রহিমকে আটক করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ।
গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান জানান, রহিমের বিরুদ্ধে গরিব নিরীহ মানুষদের মোটা অঙ্কের টাকার লোভ দেখিয়ে কিডনি বিক্রয়ে উৎসাহিত করার অভিযোগ রয়েছে। রহিম লোক যোগাড় করে দেশে ও দেশের বাইরে নিয়ে গিয়ে অপারেশনের মাধ্যমে তাদের কিডনি অপসারণ কাজে সহায়তা করতো। এ ব্যপারে থানায় মামলা হয়েছে।
।