
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা জেলায় বাংলাদেশের স্যাটেলাইট টিভি চ্যানেল এশিয়ান টিভি এর ৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১৮ জানুয়ারি বেলা ১১ টা ৩০ মিনিটে গাইবান্ধা জেলা পরিষদ অডিটরিয়ামে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সভাপতিত্ব করেন, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি, খালেদ হোসেন।
এর আগে একটি আনন্দ র্যালি গাইবান্ধার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করেন।
এশিয়ান টিভির ৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলার পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া।
এ ছাড়াও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন (গাইবান্ধার টিআইবি সদস্য) শাহজাদী হাবিবা সুলতানা। অনুুুুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাদেকুর রহমান, পৌর মেয়র শাহ মাছুদ জাহাঙ্গীর কবির মিলন, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক জনসংকেত সম্পাদক দিপক কুমার পাল, গাইবান্ধা জেলা সদর থানার আওয়ামী লীগ সভাপতি রেজাউল করিম রেজা, গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাঁন মোঃ শাহরিয়ারসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও জেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।।
আলোচনা সভার শেষে এশিয়ান টিভি’র ৬ তম শুভ জন্মদিনের কেক কেঁটে প্রতিষ্ঠাবার্ষিকী শুভ জন্মদিন পালন করেন, প্রধান অতিথি গাইবান্ধা জেলার পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া।