
মোঃ সাইফুল্লাহ খাঁন, জেলা প্রতিনিধি,রংপুর :
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গার সমর্থক ও স্থানীয় আওয়ামীলীগ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় অন্তত ১৫জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে সাবেক ছাত্রলীগ ও আওয়ামীলীগ গঙ্গাচড়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত উপজেলা জিরো পয়েণ্টে এক প্রতিবাদ সমাবেশ চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে। পরে পুলিশের সহায়তায় উত্তপ্ত পরিবেশ কিছুটা শান্ত হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে গঙ্গাচড়ায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আশেপাশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে উভয় গ্রুপের নেতা-কর্মী ও সমর্থকরা নিরাপদ দূরত্বে অবস্থান করছে বলে জানা গেছে।
এদিকে রংপুর মহানগর যুবসংহতির প্রচার মিছিল থেকে রাঙ্গার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে দলটির নেতা-কর্মীরা। গতকাল মঙ্গলবার বিকালে নগরীর সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি বেড় হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ওই মিছিল থেকে আওয়ামীলীগের বিরুদ্ধে প্রতিবাদ জানায় যুব সংহতির নেতা-কর্মীরা।
অন্যদিকে, জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চীপ হুইপ মশিউর রহমান রাঙ্গা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শহীদ নুর হোসেন সম্পর্কে মানহানিকর বক্তব্য দেয়ায় আজ (১৩ নভেম্বর) বুধবার রাতে সংসদ অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করে কার্যপ্রণালী বিধির ২৭৪ বিধিতে ব্যক্তিগত কৈফিয়ৎ সম্পর্কিত ধারায় তার অযাচিত বক্তব্যের জন্য সংসদে দাঁড়িয়ে ভুল প্রকাশ করে ক্ষমা চেয়েছেন।