
ক্রাইম পেট্রোল ডেস্কঃ খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৭ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুুুুলিশ।
আজ রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে কানাই লাল সরকার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(সদর), মিডিয়া এণ্ড কমিউনিটি পুলিশিং, খুলনা মেট্রোপলিটন পুলিশ,খুলনা এ তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) মাসুম সরদার(৩৪), পিতা-নুর ইসলাম, সাং-গলডাঙ্গা, থানা-আশাশুনী, জেলা-সাতক্ষীরা, এ/পি সাং-মেট্রোপলিটন কলেজ রোড, সবুজবাগ বাইপাস সড়ক, থানা-সোনাডাঙ্গা মডেল; ২) মোঃ আলামীন শেখ(৩০), পিতা-মোঃ আব্দুল শেখ, সাং-কালিকাবাটি, থানা-দাকোপ, জেলা-খুলনা, এ/পি সাং-বিসমিল্লাহনগর নতুন জেলখানার বিপরীত পাশে জনৈক শামীম এর ঘেরের বাসা, থানা-হরিণটানা; ৩) মোঃ শামীম হাসান(৩২) পিতা-মোঃ শফিকুল সরদার, সাং-কমলাপুর আঃ রহিম ডাক্তারের বাড়ীর পাশে, থানা-পাইকগাছা; ৪) মোঃ সুমন হাওলাদার(২৪), পিতা-মোঃ পলাশ হাওলাদার, সাং-ক্রিসেন্ট গেটের পশ্চিম পাশে, রেল লাইনের বস্তি, থানা-খালিশপুর; ৫) মোঃ হামিম শেখ(২২), পিতা-মোঃ রেজাউল শেখ, স্থায়ী সাং-পাবলা তিন দোকানের মোড়, থানা-দৌলতপুর; ৬) মোঃ আশীক(২০), পিতা-মোঃ আজিম, সাং-রাজার কাঠি হাওলাদার বাড়ী, থানা-পিরোজপুর, জেলা-পিরোজপুর, এ/পি সাং-দেয়ানা বাউন্ডারী রোড মুকুল ভান্ডার, থানা-দৌলতপুর এবং ৭) মোঃ রনি হোসেন(২৫), পিতা-মৃতঃ ছায়েদুর রহমান হাওলাদার, সাং-বালিপাড়া পথের হাট বাজার, থানা-জিয়ানগর, জেলা-পিরোজপুর, এ/পি সাং-নূরানিয়া জামে মসজিদ রোড, আলমনগর, থানা-খালিশপুর, খুলনা মহানগরীদেরকে গ্রেফতার করা হয়েছে। এসময় মাদক ব্যবসায়ীদের নিকট হতে ১৬০ গ্রাম গাঁজা এবং ০৫ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৭ টি মাদক মামলা রুজু করা হয়েছে।