crimepatrol24
৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১১:২০ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

খালিয়াজুরিতে সাংবাদিকদের ওপর হা*মলার ঘটনায় মামলা, গ্রেফতার ২

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২২, ২০২৪ ৮:২১ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
নেত্রকোনার খালিয়াজুরিতে দুই সাংবাদিকের ওপর হা*মলার ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে হা*মলার শিকার মো. শফিকুল ইসলাম তালুকদার বাদী হয়ে ৯জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেছেন। এর আগে গত বুধবার রাতে খালিয়াজুরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে হা’মলার ঘটনা ঘটে।

হা’মলার শিকার সাংবাদিকরা হলেন-যুগান্তরের খালিয়াজুরি উপজেলা প্রতিনিধি মো. শফিকুর ইসলাম তলুকদার ও ইত্তেফাকের প্রতিনিধি মো. মহসিন মিয়া।

মামলায় আসামিরা হলেন-জেলার খালিয়াজুরি উপজেলা সদরের মৃত মনির হোসেনের ছেলে মোস্তফা (৩৫), মৃত বাচ্চু মিয়ার ছেলে জুলহাস (৩৭), মৃত সিতু মিয়ার ছেলে আজিজুল (৪০), সিরাজ মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া (৩৫), মৃত এনায়েত উল্লাহর ছেলে আব্দুল বাতেন মিন্টু (৪২), মৃত মনির হোসেনের ছেলে হানিফ (৪৮), জুলহাস মিয়ার ছেলে তোফাজ্জ্বল (১৮), মৃত তুফানি বিশ্বাসের ছেলে শুকুমার বিশ্বাস (৩৮) ও চান্দু মিয়ার ছেলে সিরাজ মিয়া (৬২)। এদের মধ্যে সিরাজ মিয়া ও আজিজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে শফিকুল ইসলাম তালুকদারসহ তিনজন সাংবাদিক ও কয়েকজন হাসপাতালের প্রধান ফটকের পাশে চায়ের দোকানের সামনে বসে আলাপ করছিলেন। এ সময় কয়েকজন দু*র্বৃত্ত লা*ঠি, র*ড ও দেশীয় অ*স্ত্র নিয়ে শফিকুল ইসলাম এবং মহসিনের ওপর হা*মলা চালায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গতকাল বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সাংবাদিকদের ওপর হা*মলার ঘটনার নিন্দা জানিয়ে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা জেলা প্রেস ক্লাবে কর্মরত সাং*বাদিকরা প্রতিবাদ সভা করেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল বিকালে পুলিশ আজিজুল ইসলাম ও সিরাজ মিয়া নামের দু’জনকে আটক করে। পরে দায়ের করা মামলায় আটকদেরকে গ্রেফতার দেখানো হয়।

আহত সাংবাদিকরা জানান, তারা কয়েকজন মিলে চায়ের দোকানের সামনে চেয়ারে বসে কথা বলছিলেন। আকস্মিকভাবে ছয়-সাতজন যুবক এসে হা*মলা চালায়। কিন্তু কী কারণে, কেন এই হা*মলা চালানো হয়েছে তা তারা এখনো বুঝতে পারছেন না।

এদিকে একই উপজেলার সাংবাদিক মৃনাল কান্তি দেব জানিয়েছেন, ‘একই ব্যক্তিরা তাকেও মোবাইলফোন হ*ত্যার হুমকি দিচ্ছেন। দুই সাংবাদিকের ওপর হা*মলার পর থেকে তিনিও এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন।’

এ বিষয়ে খালিয়াজুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন তালুকদার বলেন, ‘ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। আটক দু*জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

২০ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে ফ্লাইট

দেশে করোনায় ২০১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১,১৬২

হোমনায় মাস্ক না পরায় ৩ প্রতিষ্ঠান ও ৭ ব্যক্তির জরিমানা

রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে ঢাকায় মামলা

জামালপুরে ৫৯টি নমুনা পরীক্ষায় ৩জন করোনা আক্রান্ত মোট শনাক্ত ৩৫৩জন

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৬ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৬ ব্যবসায়ী গ্রে’ফতার

নাসিরনগরে ৩৩৩ নম্বরে ফোন করে খাদ্য সহায়তা পেলো ২০ পরিবার

বাগেরহাট সী ফুডস্ ইন্ডাস্ট্রিজ লি.পরিদর্শনে আইপি পুলিশ সুপার কানাই লাল সরকার

বাগেরহাট সী ফুডস্ ইন্ডাস্ট্রিজ লি.পরিদর্শনে আইপি পুলিশ সুপার কানাই লাল সরকার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ মা’দক কারবারি ও মা’দকসেবী গ্রেফতার, ২ টি মোটরসাইকেল জব্দ

কেএমপি’র আড়ংঘাটা থানা পুলিশের  অভিযানে অ’স্ত্রও গু’লিসহ হ’ত্যা মামলার আসামি গ্রেফতার