crimepatrol24
৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৮:৫৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ইউরোপ
  12. ইংরেজি ভাষা শিক্ষা
  13. উত্তর আমেরিকা
  14. উদ্যোক্তা
  15. এশিয়া

কোটচাঁদপুরে ঢাকঢোল পিটিয়ে ও লাল নিশান উড়িয়ে জমি বুঝিয়ে দিল আদালত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১৮, ২০২১ ৯:৩৯ অপরাহ্ণ

 

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুরে আদালত জমি বুঝিয়ে দিয়েছে ডিক্রিদারকে। শুক্রবার সকালে ঢাকঢোল পিটিয়ে ও লাল নিশান উড়িয়ে উপজেলার বাজে বামনদহ গ্রামের আহাসান হাবিবকে এই জমি বুঝিয়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহের সহকারী জজ আদালতের জারীকারক মোঃ ইদ্রিস আলী।

ঘটনার বিবরণে জানা গেছে, উপজেলার বাজে বামনদহ (কলেজ স্টান্ড) গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে আহসান হাবিব আদালতে অভিযোগ দেন তারই আপন চাচাতো ভাই মজনু বিশ্বাস এবং ঠান্ডু বি্বিাস গং তার পৈত্রিক সূত্রে প্রাপ্ত ১০.৮২ শতক জমির মধ্যে ২.১৬ শতক জমি জোরপূর্বক দখল করে রেখেছে। প্রথমে পারিবারিক ও সামাজিকভাবে জমি দাবি করলে তারা ফেরত দিতে অপারগতা প্রকাশ করে। পরে বাধ্য হয়ে ২০১৩ সালে ঝিনাইদহ সহকারী জজ আদালতে (কোটচাঁদপুর) একটি মামলা দায়ের করেন বাদি আহাসান হাবিব। দীর্ঘ শুনানি শেষে ২০১৮ সালে প্রাথমিকভাবে আদালত আহাসান হাবিবের প্রাপ্য জমি বুঝিয়ে দিতে রায় দেন। এরপর চূড়ান্ত রায় ঘোষণা দেন ২০১৯ সালে। তারপরও বিবাদিরা জমি বুঝিয়ে দিতে গড়িমসি করায় শুক্রবার আদালত স্বশরীরে ঘটনাস্থলে উপস্থিত থেকে আহাসান হাবিবসহ সকলের জমি বুঝিয়ে দেন।

মামলার বাদি আহাসান হাবিব জানান, দীর্ঘদিন হলেও আদালতের রায় ও স্বশরীরে উপস্থিত থেকে জমি বুঝিয়ে দেওয়ায় আমি সন্তুষ্ট।

আদালতের জারিকারক ইদ্রিস আলী জানান, আমি দেওয়ানি জারি ০২/১৯ মামলার আদেশ মোতাবেক তফশীল বর্ণিত জমি ডিক্রিদারকে দখল বুঝিয়ে দিয়েছি। এরপর আর কোন সমস্যা থাকার কথা নয়।

Share This News:

সর্বশেষ - লাইফ স্টাইল

আপনার জন্য নির্বাচিত