ক্রাইম পেট্রোল ডেস্ক :
আগামী ১৪ ই অক্টোবর২০১৯ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হযয়েছে। ঝিনাইদহ জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আরিফ- উজ- জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলার পুলিশ সুপার হাসানুজ্জামান (পিপিএম), আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা ইউনুস আলী, কোটচাঁদপুর উপজেলার সম্মানিত মমতাময়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা, সহকারি রিটার্নিং কর্মকর্তা রোকনুজ্জামান, কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলমসহ অন্যান্যরা।