ক্রাইম পেট্রোল ডেস্ক:
কেএমপি’র হরিণটানা থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ (পঁচিশ) কেজি পুরাতন চো’রাই তামার তারসহ ১ (এক) জন চো’র চক্রের সক্রিয় সদস্যকে গ্রে’ফতার করা হয়েছে।
আজ মঙ্গলবার কেএমপি’র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১২ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি., সন্ধ্যা ০৬:৫০ ঘটিকায় হরিণটানা থানা পুলিশের একটি চৌকস টিম মোবাইল ০৪ ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে উক্ত থানাধীন কেডিএ ময়ূর আবাসিক এর ভিতর ক্যাফে ময়ূরীর রেস্টুরেন্টের পিছনে কাশ বনের ভিতরে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত বিশেষ উদ্ধার অভিযান কালে চো’র চক্রের সক্রিয় সদস্য মোঃ সুমন শেখ(১৯), পিতা-মোঃ তাজেল শেখ, সাং-কালিহাটি বটতলা, থানা ও জেলা-পিরোজপুর’কে গ্রেফতার পূর্বক আসামির হেফাজত হতে ২৫ (পঁচিশ) কেজি পুরাতন চো’রাই তামার তার উদ্ধার করা হয়। এ সংক্রান্তে গ্রেফতার চো’র চক্রের সক্রিয় সদস্য মোঃ সুমন শেখ’র বিরুদ্ধে হরিণটানা থানার মামলা নং-০৪, তাং-১২/০২/২০২৪ খ্রিঃ, ধারা-৪১৩ পেনাল কোড রুজু হয়েছে।