ক্রাইম পেট্রোল ডেস্কঃ কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজাসহ ০৬ (ছয়) জন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আজ শনিবার,মোঃ জাহাংগীর আলম,বিপি-৮৫১০১২৬৯২৫,অতিঃ উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি)মিডিয়া এন্ড কমিউনিটি পুলিশিং (অতিঃ দায়িত্বে),খুলনা মেট্রোপলিটন পুলিশ,খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,গত ২৪ ঘণ্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) মোঃ কালু শিকদার(৪১), পিতা-আঃ হামিদ শিকদার, সাং-রাঙ্গেমারী, হোল্ডিং নং-৫৭৭, আরাফাতনগর জামে মসজিদের পাশে, পোষ্ট-ছয়ঘোরিয়া, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা; ২) মোঃ রুবেল সরদার(২৭), পিতা-ইউনুস সরদার, সাং-সোনাডাঙ্গা আদর্শপল্লী গলির ভিতরে, থানা-সোনাডাঙ্গা মডেল; ৩) মোঃ ফয়সাল কাজী(২২), পিতা-মোঃ হেমায়েত কাজী, সাং-দৌলতপুর, ডিসি রোড, থানা-দৌলতপুর; ৪) মোঃ রনি খা(২৩), পিতা-মৃত: আমিন খা, সাং-দৌলতপুর, ডিসি রোড, থানা-দৌলতপুর; ৫) শেখ সুলতানুর রহমান@মুলতানুর রহমান(৪৫), পিতা-শেখ মোখলেছুর রহমান, সাং-নন্দনপুর, সরদারপাড়া, এ/পি-সাং-জাবুসা ব্রিজের পূর্বপাশে, থানা-রূপসা, জেলা-খুলনা এবং ৬) মোঃ সাদ্দাম আলী(২৮), পিতা-মৃত: ইয়ার আলী, সাং-পয়সারহাট, থানা-আগৈলঝারা, জেলা-বরিশাল, এ/পি সাং-রাজাপুর (বাত্তি মুন্স ক্লাবের পাশে), থানা-রূপসা, জেলা-খুলনাদের’কে খুলনা মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যাবসায়ীদের নিকট হতে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৪ টি মাদক মামলা রুজু করা হয়েছে।