ক্রাইম পেট্রোল ডেস্কঃ কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ৭৩০ গ্রাম গাঁজা এবং ৫ বোতল ফেন্সিডিলসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শনিবার, বিশেষ পুলিশ সুপার, সিটি স্পেশাল ব্রাঞ্চ, কেএমপি, খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) মোসাঃ লাকী বেগম(২৫), পিতা-মোঃ সেলিম শেখ, স্বামী-সালমান হোসেন @রয়েল, সাং-কাঁঠালতলা, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট; ২) মোঃ ওমর আলী(২২), পিতা-আঃ মান্নান তালুকদার, সাং-লাহরতলা, থানা-বরগুনা সদর, জেলা-বরগুনা, এ/পি সাং-রোড নং-১২, বাস্তহারা কলোনী পুকুরের পাশে, থানা-খালিশপুর; ৩) মোঃ আশিকুর রহমান(২৪), পিতা-মোঃ ওমর, সাং-নিজামকান্দি, থানা-কাশিয়ানি, জেলা-গোপালগঞ্জ, এ/পি সাং-ফুলবাড়ীগেট কুয়েট রোড, থানা-খানজাহান আলী, ৪) রনি তালুকদার(২৩), পিতা-মোঃ কবির হোসেন তালুকদার, সাং-সুবিদপুর নমুরহাট, পোষ্ট-চরপদ্মা, থানা-মুলাদী, জেলা-বরিশাল, এ/পি সাং-নেছারিয়া মাদ্রাসার সামনে, থানা-খালিশপুর; ৫) মোঃ রেজাউল করিম(২২), পিতা-মোঃ আবুল কাজী, সাং-বনগ্রাম কাজীবাড়ী, থানা ও জেলা-গোপালগঞ্জ, এ/পি সাং-উত্তর কাশিপুর, থানা-খালিশপুর; ৬) মোঃ রেজাউল করিম(২২), পিতা-মোঃ রোকন শিকদার, সাং-দেউরা, থানা-ভাংগা, জেলা-ফরিদপুর, এ/পি সাং-আলমনগর বাল্যর বিল, থানা-খালিশপুর এবং ৭) মোঃ খায়রুল শেখ(১৯), পিতা-মোঃ দেলোয়ার শেখ, সাং-জাব্দিপুর, টাওয়ার এর পাশে, থানা-খানজাহান আলী, খুলনা মহানগরীদের কে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ৭৩০ গ্রাম গাঁজা এবং ০৫ বোতল ফেন্সিডিল আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৭ টি মাদক মামলা রুজু করা হয়েছে।