
ক্রাইম পেট্রোল ডেস্কঃ কেএমপি’র পুলিশ কমিশনার ট্রিপল মার্ডার মামলার ঘটনাস্থল পরিদর্শন এবং সুষ্ঠু তদন্তের নিশ্চয়তা প্রদান করেছেন।
আজ বৃহস্পতিবার কানাই লাল সরকার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মিডিয়া এণ্ড কমিউনিটি পুলিশিং, খুলনা মেট্রোপলিটন পুলিশ, খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে হয়েছে, আজ ২৩ জুলাই, ২০২০ খ্রিঃ তারিখ কেএমপি’র পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, পিপিএম-সেবা নগরীর খানজাহান আলী থানাধীন মশিয়ালী এলাকার ট্রিপল মার্ডার মামলার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শোক সন্তপ্ত নিহতদের পরিবারের নিকট ন্যায়-বিচার নিশ্চিত করতে পুলিশের সব ধরণের কার্যক্রম পরিচালনা করার প্রতিশ্রুতি দেন। কেএমপি’র পুলিশ কমিশনার নিহতদের পরিবারের খোঁজ-খবর নেন এবং এলাকাবাসীর প্রতি শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহবান জানান।
উল্লেখ্য, কেএমপি’র পুলিশ কমিশনার এর প্রত্যক্ষ তদারকিতে এ পর্যন্ত কেএমপি’র খানজাহান আলী থানার আলোচিত ট্রিপল মার্ডার মামলার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ০৪ (চার) জন আসামীকে গ্রেফতার করা হয় এবং হত্যাকান্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পলাতক আসামীদের গ্রেফতারের জন্য অবিরাম অভিযান অব্যাহত রয়েছে। এছাড়াও, আজ ঘটনাস্থল পরিদর্শন শেষে কেএমপি’র পুলিশ কমিশনার মামলার তদন্ত সংশ্লিষ্ট ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের দক্ষতা, নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার অঙ্গীকার ব্যক্ত করেন এবং হত্যা মামলার ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনসহ সুষ্ঠু তদন্তের বিষয়ে দিঙ নির্দেশনা দিয়েছেন।