ক্রাইম পেট্রোল ডেস্ক>> কেএমপি’র দৌলতপুর থানার অভিযানে ০৩ (তিন) কেজি গাঁজাসহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আজ সোমবার,মোঃ জাহাংগীর আলম,বিপি-৮৫১০১২৬৯২৫,অতিঃ উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি),মিডিয়া এন্ড কমিউনিটি পুলিশিং (অতিঃ দায়িত্বে),খুলনা মেট্রোপলিটন পুলিশ,খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ ১০ মে ২০২১ খ্রিঃ তারিখ রাত ০১.১৫ ঘটিকার সময় দৌলতপুর থানার এসআই(নি:)/এস.এম মনিরুজ্জামান মিলন এর নেতৃত্বে একটি বিশেষ টিম উক্ত থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পশ্চিম সেনপাড়াস্থ মাহমুদা বেগম এর বাড়ীর গেটের সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী ১) আঃ মালেক হাওলাদার @ কালা মালেক (৫৩), পিতা-মৃত: তমিজ উদ্দিন হাওলাদার, সাং-পশ্চিম সেনপাড়া, থানা-দৌলতপুর, জেলা-খুলনা, এ/পি সাং-মীরের ডাঙ্গা রং মিলের পাশে (মনিরের বাড়ীর ভাড়াটিয়া), থানা-খানজাহান আলী, জেলা-খুলনা’কে তিন পোটলায় ০৩ (তিন) কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।