ক্রাইম পেট্রোল ডেস্ক: কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে ১৬৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আজ বুধবার,মোঃ শাহ্ জাহান শেখ, পিপিএম বিপি-৬৩৮৬০৮৬৬২০,অতিঃ উপ-পুলিশ কমিশনার,মিডিয়া এন্ড কমিউনিটি, পুলিশিং,খুলনা মেট্রোপলিটন পুলিশ, খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় খুলনা মহানগর ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) মোঃ হেলাল উদ্দিন(৩০), পিতা-মৃত: আঃ জলিল, সাং-সাজিয়ারা মধ্যপাড়া, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা; ২) মোঃ মহসিন গাজী(৩৩), পিতা-মোঃ আবু বক্কর সিদ্দিক, সাং-নোওয়াবেকী বাজারের পাশে, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা, এ/পি সাং-শিববাড়ী হোটেল মিলেনিয়াম এর সামনে উন্নয়ন সংস্থা অফিসের পিছনে, থানা-সোনাডাঙ্গা মডেল; ৩) মোঃ জাহিদুল ইসলাম ওরফে জাহিদ(৩২), পিতা-মোঃ মোসলেম সরদার ঝন্টু, সাং-নিরালা প্রান্তিকা, থানা-খুলনা এবং ৪) শেখ সজিবুর রহমান শাওন(২৮), পিতা-মোঃ আইয়ুব আলী শেখ, সাং-শেখপাড়া, আস্তানা জামে মসজিদের বিপরীতে, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনা মহানগরীদের’কে খুলনা ও সোনাডাঙ্গা মডেল থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ১৬৭ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০৪ টি মামলা রুজু করা হয়েছে।