ক্রাইম পেট্রোল ডেস্ক>> কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে ১৯০ (একশত নব্বই) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার,রাশিদা বেগম,বিপি নং-৭৫০৩০২৭৮১২,বিশেষ পুলিশ সুপার,সিটি স্পেশাল ব্রাঞ্চ, কেএমপি,খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দৌলতপুর থানাধীন রেলীগেট কাঞ্চন সাহেবের স’ মিলের সামনে পাঁকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী ১) মোঃ তানভীর হাসান শুভ(২৫), পিতা-মোঃ আবুল বাসার, সাং-মহেশ্বরপাশা পশ্চিম পাড়া, থানা-দৌলতপুর, খুলনা মহানগরকে ১৯০ (একশত নব্বই) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে তার বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।