ক্রাইম পেট্রোল ডেস্কঃ কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে ২৫০ (দুইশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ (দুই) মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আজ রোববার, মোঃ জাহাংগীর আলম,বিপি-৮৫১০১২৬৯২৫,অতিঃ উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি),মিডিয়া এন্ড কমিউনিটি পুলিশিং (অতিঃ দায়িত্বে),খুলনা মেট্রোপলিটন পুলিশ,খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৩/০১/২০২১ খ্রিঃ তারিখ ২১:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) মোঃ মাহাবুবুর রহমান হাওলাদার(২৭), পিতা-মোঃ রাহাত আলী হাওলাদার @রতন মাতুব্বর, সাং-তেতুলতলা, দক্ষিণপাড়া উপরের চর, জলমা ইউনিয়ন, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা এবং ২) মোঃ সাদ্দাম হোসেন হাওলাদার(৩০), পিতা-মৃতঃ ছাত্তার হাওলাদার, সাং-তেঁতুলতলা, উত্তরপাড়া নিচের চর, জলমা ইউনিয়ন, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনাদ্বয়’কে খুলনা মহানগরীর লবণচরা থানাধীন দক্ষিণ মোহাম্মদনগর, সুইচগেইট সংলগ্ন মজনু স্টোরের সামনে পাঁকা রাস্তার উপর হতে গ্রেফতার করা হয়। উপরোক্ত মাদক ব্যবসায়ীদ্বয়ের নিকট থেকে ২৫০ (দুইশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়। এ সংক্রান্তে মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে লবণচরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।