ক্রাইম পেট্রোল ডেস্কঃ
কেএমপি’র গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯০ লিটার চো’লাইমদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আজ মঙ্গলবার, কেএমপি’র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৬ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ ২২:৩০ ঘটিকার সময় খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম খুলনা সদর থানাধীন বার্মাশিল, স্টেশন রোড সংলগ্ন “মেসার্স মিত্র ট্রেডার্স” নামক বন্ধ দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে ০১) স্বপন সাহানী(৩২), পিতা-মৃত: রাম চন্দ্র সাহানী, সাং-রাজাপুর, শীতলা মন্দিরের ভিতরে, শ্যামের বাড়ীর ভাড়াটিয়া, থানা-রূপসা, জেলা-খুলনা এবং ০২) কৃষ্ণ কুমার বাঁশফোড় ৩৫), পিতা-মৃত: আশরাফী বাঁশফোড়, সাং-০৫ নং ঘাট, মামুর আস্তানার পিছনে, সুইপার কলোনী, থানা-খুলনা সদর, মহানগর, খুলনাদের’কে ৯০ (নব্বই) লিটার চো’লাই ম’দসহ গ্রে’ফতার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রে’ফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগর এলাকায় মা’দকদ্রব্য চো’লাইমদ ক্রয়-বিক্রয়ের কাজ করে আসছে। এ সংক্রান্তে গ্রে’ফতারকৃত মা’দক ব্য’বসায়ীদের বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।