
রফিকুল ইসলাম : বৃহস্পতিবার (২১শে নভেম্বর) সন্ধার দিকে কুষ্টিয়া মৎস্যজীবী লীগের পক্ষ থেকে কুষ্টিয়া শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। আতাউর রহমান আতা কুষ্টিয়া শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পূনঃনির্বাচিত হওয়ায় তাকে কুষ্টিয়া মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। তিনি একাধারে কুষ্টিয়া সদর উপজেলার চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত আছেন।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মো. সাইদুল ইসলাম, যুগ্ম আহবায়ক মো. খলিলুল্লাহ ও সাদিক খান।
এছাড়াও উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা আহবায়ক রফিকুল ইসলাম (ডালিম), কুষ্টিয়া শহর আওয়ামীলীগের আহবায়ক রাকিবুল হাসান রিকো, কুষ্টিয়া জেলার সদস্য মিজানুর রহমান মিজান, কুমারখালি উপজেলার আহবায়ক ইমরুল হক লিংকন, যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম এবং অন্যান্য মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ।