রফিকুল ইসলাম : সোমবার কুষ্টিয়ায় এনআইডি জালিয়াতির মাধ্যমে কোটি-কোটি টাকার জমি বিক্রির চেষ্টার অভিযোগে ৪ জনকে আটক করেছে র্যাব।
বাম থেকে কুমারখালী উপজেলার শালঘর মধুয়া গ্রামের আতিয়ার শেখের ছেলে মো. মিলন হোসেন(৩৮), কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার খন্দকার আবুল হোসেনের ছেলে মো. ওয়াদুল ওরফে মিন্টু খন্দকার(৬০), মিন্টু খন্দকারের বোন কুমারখালী উপজেলার লাহিনী দাসপাড়ার সাত্তার শেখের স্ত্রী ছানোয়ারা খাতুন(৫০) ও অপর বোন খন্দকার আব্দুল আজিজের স্ত্রী মোছাঃ জাহানারা খাতুন(৪৫)।