কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া শহরের কালিশংকরপুর পিয়ারাতলায় কুষ্টিয়া মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে চেরাই গরুসহ আশরাফুল ইসলাম রিমন (২৮) নামের এক গরুচোরকে আটক করেছে । জানা যায়, কুষ্টিয়া হাউজিং টিন-সেট বস্তি এলাকার রোকনের স্ত্রী পারুলের গত ২৫ এপ্রিল রাতে একটি গাভী গরু হারিয়ে যায়। পারুল এই গরু চুরির ঘটনায় মাইকিং করে এবং কুষ্টিয়া মডেল থানাকে অবগত করে। গতকাল কুষ্টিয়া মডেল থানা পুলিশ কালিশংরপুর একটি মেস থেকে চোরাই গরু উদ্ধার করে ও পিয়ারাতলা এলাকার খাদিমুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম রেমনকে আটক করে। এই ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে যার নং-২৩। তারিখ ঃ ২৬/০৪/২০২০ ইং। উল্লেখ্য, করোনা ভাইরাসের প্রভাবে মানুষের ঘরে থাকার সুযোগকে কাজে লাগিয়ে প্রতিনিয়তই বাড়ছে চুরির ঘটনা। প্রতিদিনই বাসা বাড়ী, মেস ও মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটছে। তাই চুরির ঘটনায় কুষ্টিয়াবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।