মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি :
কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কুমিল্লা-০২ আসনের সাবেক সংসদসদস্য ও কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব মো. আমির হোসেন ভূঁইয়াকে আহ্বায়ক করে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে এই কমিটির অনুমোদন দেন। বুধবার সন্ধ্যায় জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-দফতর সম্পাদক মাহমুদ আলম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
কমিটিতে সৈয়দ মো. ইফতেকার আহসান (হাসান) সদস্য সচিব, মো. আলমগীর হোসেন ১ নং যুগ্ম-আহ্বায়ক, এটিএম মঞ্জুরুল ইসলাম শামীম, মো. খোকন উদ্দিন প্রধান, নূর-ই আলম সিদ্দিকী, মো. রেজাউল করিম মাস্টার, মো. মফিজ উদ্দিন মাস্টার ও মো. আলমগীর হোসেন মেম্বারকে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দিয়ে ৭১ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।