মোহাম্মদ মতিউর রহমান, জেলা প্রতিনিধি কুমিল্লাঃ
কুমিল্লায় ব্রাহ্মণপাড়ায় দীর্ঘভূমি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার ১০ জুন ২০২২ খ্রি. তারিখ সন্ধ্যা ৫ টায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দীর্ঘভূমি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের বহুতল একাডেমিক ভবন উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ আসনের সাংসদ অ্যাডভোকেট আবুল হাসেম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর খান,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী প্রমুখ।