রফিকুল ইসলাম : মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর ২০১৯ খ্রিঃ) কুষ্টিয়া কুমারখালী উপজেলার জয় বাংলা বাজার জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কুষ্টিয়ার সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান এর নেতৃত্বে এক অভিযান চালিয়ে ৩ টি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কুষ্টিয়ার সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান জানান, বিশ্বাস ফার্মেসীকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশে রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ৫ হাজার টাকা, আলী ফার্মেসীকে ফিজিসিয়ান সেম্পল ওষুধ এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশে রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ এবং ৫১ ধারায় (২০+২০)হাজার=৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় এবং চাঁদ মিষ্টান্ন ভান্ডারকে দইয়ের ওজন কম দেওয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৬ ধারায় ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
এ অভিযানে আরও উপস্থিত ছিলেন জেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ ইনসাফ হোসেন ও পুলিশ প্রশাসনের সদস্যবৃন্দ ।