কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
কিশোরগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে।
আজ ৫ই মে ২০২৫ খ্রিস্টাঙ্গ কিশোরগঞ্জ জেলা প্রসাশকের কার্যালয়ের সামনে সকাল ১১ টায় প্রেরণা বাংলাদেশ ও কালের নতুন সংবাদের আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’২০২৫ উপলক্ষ্যে এক মানববন্ধন করা হয়।
উক্ত মানববন্ধনে প্রেরণা বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও বাংলা টিভির জেলা প্রতিনিধি মনোয়ার হোসাইন রনির সভাপতিত্বে ও কালের নতুন সংবাদের সম্পাদক খায়রুল ইসলামের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সহ- সাধারণ সম্পাদক ও জি টিভির জেলা প্রতিনিধি মনিরুজ্জামান চৌধুরী সোহেল, আনন্দ টিভির জেলা প্রতিনিধি কাউসার আহমেদ টিটু, সাপ্তাহিক শুরুকের সম্পাদক মাও. ফজলুল হক, কিশোরগঞ্জ সাংবাদিক ইউনিটের সভাপতি ফাইজুল হক গোলাপ, কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম নজরুল, কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আসাউজ্জামান জুয়েল, দৈনিক স্বদেশ বিচিত্রা প্রতিনিধি এফ এম আব্বাস উদ্দিন, আল আমিন, আতাউল হাসান দিনার, দৈনিক একুশে বানীর জেলা প্রতিনিধি আজিজুল হক ফাহিম, কালের নতুন সংবাদ এর বার্তা সম্পাদক সোহেল রানা, কিশোরগঞ্জ মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক বিশ্ব মানচিত্রের জেলা প্রতিনিধি মাসুদ মিয়া, সোনালী বার্তার প্রতিনিধি আল আজহার, আমার সংবাদ প্রতিনিধি ইমরান, দৈনিক নওরোজ এর হোসেনপুর প্রতিনিধি এস কে শাহীন নবাব, সাংবাদিক এমদাদুল হক, দেশেরপত্র প্রতিনিধি আজিজুল হক রাসেল, দৈনিক তৃতীয় মাত্রা জেলা প্রতিনিধি রকিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।